ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

“আন্ধারমানিক-১” উদ্বোধন

দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রেজারে সাশ্রয় ৪০০ কোটি টাকা

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৩:৫০ পিএম

মানিকগঞ্জের আরিচা ঘাটে দেশীয় প্রযুক্তিতে নির্মিত আধুনিক ড্রেজার “আন্ধারমানিক-১” এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকেলে বিআইডব্লিউটিএর উদ্যোগে তৈরি ড্রেজারটির উদ্বোধন করেন নৌপরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, দেশীয়ভাবে তৈরি ২৮ ইঞ্চির দুটি ও ২৪ ইঞ্চির দুটি কাটার সাকশন ড্রেজার নির্মাণে ৪৫০ কোটি টাকা খরচ হয়েছে। অথচ বিদেশ থেকে আনলে অন্তত ৮০০ কোটি টাকা ব্যয় হতো। অর্থাৎ দেশেই তৈরি করায় ৪০০ কোটি টাকার সাশ্রয় হয়েছে, যা নৌখাতে এক ঐতিহাসিক অর্জন।

সাখাওয়াত হোসেন আরও বলেন, নদীর নাব্যতা ফিরিয়ে আনতে এই ড্রেজারগুলো দেশেই তৈরি করা হয়েছে। তবে এর কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি বিদেশ থেকে আমদানি করা হয়েছে। বিদেশি প্রযুক্তির সহায়তায় দেশীয় ইঞ্জিনিয়াররা নিজেদের সক্ষমতা প্রমাণ করেছেন।

তিনি জানান, বিশ্বের অনেক উন্নত দেশ তাদের বন্দর বিদেশি ব্যবস্থাপনায় পরিচালনা করে বিপুলভাবে লাভবান হচ্ছে। আমাদের চট্টগ্রাম বন্দর আধুনিকায়নসহ দেশের নৌপথগুলোতে বিদেশি ব্যবস্থাপনা ও বিনিয়োগ বাড়ানো এখন সময়ের দাবি, যোগ করেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নৌ উপদেষ্টা বলেন, আমরা আকাশ থেকে একটি পাখি পড়লেও তাতে রাজনীতি খুঁজি। নদীর পাড়ে অবৈধ দখলদার উচ্ছেদে অভিযান শুরু করেছিলাম, কিন্তু স্থানীয়ভাবে বাধার মুখে পড়েছি। আমাদের কর্মকর্তাদের ওপর ঢিলও ছোড়া হয়। আপাতত অভিযান স্থগিত রয়েছে, তবে শিগগিরই আরও বড় আকারে শুরু করা হবে।

অনুষ্ঠানে বিআইডব্লিউটিএ, জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে তিনি নগরবাড়ী আধুনিক টার্মিনাল কমপ্লেক্সের উদ্বোধন করেন।

NJ
আরও পড়ুন