ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেয়ার হুমকি সাদপন্থিদের

টঙ্গী ময়দানে জোড় ইজতেমা করার অনুমতির দাবিতে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সাদপন্থিদের অবস্থান ধর্মঘট ২৪ ঘণ্টা পিছিয়েছে। 

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৯:০৩ পিএম

এবার দাবি পূরণ না করলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করার হুমকি দিয়েছে সাদপন্থিরা। 

সোমবার (১৬ ডিসেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে সাদপন্থিদের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম বিষয়টি নিশ্চিত করেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান বিজয় দিবস উদযাপনের ব্যস্ততার জন্য ১৭ ডিসেম্বর প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি ২৪ ঘণ্টা পিছিয়ে নেওয়া হয়েছে। আলটিমেটামের সময় বর্ধিত করে ২৪ ঘণ্টা পিছিয়ে নেয়ার মধ্যে সরকার দাবি পূরণ না করলে ১৮ ডিসেম্বর প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বেশি করে জমায়েত করে অবস্থান কর্মসূচি পালিত হবে। 

সচেতন ছাত্র সমাজের পক্ষে মীর নাইমুর রহমান নাঈম, মো. রোমান হোসেন, নজরুল ইসলাম, শরীফুল ইসলাম ও মো. জুবাইরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞাপ্তিতে আরও বলা হয়, ১৬ ডিসেম্বরের মহান বিজয় দিবসের ব্যস্ততার কারণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে গতকালের স্মারকলিপিতে উল্লেখিত দাবির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়নি বলে আমাদের অনানুষ্ঠানিকভাবে অবহিত করা হয়। 

 

সরকারের সংশ্লিষ্ট মহলের অনুরোধে জুলাই’২৪ বিপ্লব পরবর্তী প্রথম বিজয় দিবস উদযাপন জনিত ব্যস্ততার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে ‘সচেতন ছাত্র সমাজ’ কর্তৃক আগামী ২০-২৪ ডিসেম্বর অনুষ্ঠিতব্য টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ৫ দিনের জোড়ে দাওয়াত ও তাবলিগের বিশ্ব আমির মাওলানা সাদ সাহেবের উপস্থিতির বিষয়ে আজকে রাত ১২টার মধ্যে সিদ্ধান্ত না দিলে ১৭ ডিসেম্বর প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ঘোষিত অবস্থান কর্মসূচির আলটিমেটাম ২৪ ঘণ্টার জন্য বর্ধিত করা হলো। 

বর্ধিত সময়ের মধ্যে স্মারকলিপিতে উল্লেখিত দাবি মানা না হলে আগামী ১৮ ডিসেম্বর পূর্বঘোষিত কর্মসূচি আরও বর্ধিত আকারে জোড়ালোভাবে পালিত হবে।

টঙ্গী ময়দানে জোড় ইজতেমা করার অনুমতির দাবিতে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সাদপন্থিদের অবস্থান ধর্মঘট ২৪ ঘণ্টা পিছিয়েছে। 

NC
আরও পড়ুন