চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের মামলা নিয়ে শেখ হাসিনা আমলের মতো বাণিজ্য চলছে বলে অভিযোগ করেছেন করেছেন অধ্যাপক ও অর্থনীতিবিদ আনু মুহাম্মদ।
‘চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যাকাণ্ড পরবর্তী পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন: পর্যবেক্ষণ ও প্রস্তাব’ শীর্ষক সংবাদ সম্মেলন এ কথা বলেন তিনি। জাতীয় প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে গণতান্ত্রিক অধিকার কমিটি।
গত ২৬ ডিসেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে চট্টগ্রাম কোতোয়ালী থানার লালদিঘী এলাকায় ইসকন সমর্থকদের বিক্ষোভ-হামলার ঘটনায় আইনজীবী আলিফ নিহত হন।
আনু মহাম্মদ অভিযোগ করে বলেন, ‘আলিফ হত্যাকাণ্ডে অজ্ঞাতনামা আসামি বাণিজ্য চলছে। পাইকারি দরে মামলা হচ্ছে। হরিজন কলোনি এবং সংখ্যালঘু সম্প্রদায় এর শিকার হচ্ছে। হিন্দু পরিচয়ের কারণে অনেকে নিরাপত্তাহীনতায় ভুগছে।’
‘ভারত সাম্প্রদায়িক সহিংসতার অপপ্রচার চালাচ্ছে। এসব ঘটনা সেই অপপ্রচারকে শক্তিশালী করছে’ বলে অভিযোগ করে এই অর্থনীতিবিদ বলেন, ‘সিসিটিভির ফুটেজ ব্যবহার না করে তদন্ত কার্যক্রম বাধাগ্রস্ত করা হচ্ছে।’ এছাড়াও গ্রেপ্তারকৃত চিন্ময় কৃষ্ণ দাসসহ সব অভিযুক্ত ও আটক ব্যক্তিদের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতেও আহবান জানিয়েছেন তিনি।
এ সময় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া দাবি করে বলেন, ‘আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের শুরু থেকে মামলা করা এবং তদন্ত সঠিক পথে এগোচ্ছে না। বরং সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে।’
চট্টগ্রামে আদালত এলাকায় হামলা, আইনজীবী নিহত
বিমানবন্দরে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ গ্রেপ্তার