চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ এসআইরা।
পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলাভঙ্গের দায়ে অব্যাহতিপ্রাপ্ত পুলিশের ৪০তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ উপ-পরিদর্শকরা (এসআই) এই অবস্থান কর্মসূচি পালন করেছেন ।
রোববার (৫ জানুয়ারি) সকালে তারা এই অবস্থান কর্মসূচির শুরু করেন। এসময় সচিবালয়ের সামনে কমপক্ষে একশজনকে ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
এ সময় 'লাল সবুজের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই' বলে স্লোগান দিচ্ছিলেন কেউ কেউ।
