রাজবাড়ীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। একইসাথে ওই জেলার সামরিক প্রশিক্ষণ এলাকায় প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন সেনাপ্রধান।
রোববার (৫ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, রোববার রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনাসদস্যদের অবস্থানের জন্য প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সেনাবাহিনী। এ ছাড়া ওই এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
এদিন সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় ৫৫ পদাতিক ডিভিশন আয়োজিত সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলন- ২০২৪/২৫ প্রত্যক্ষ করেন। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধানসহ সামরিক ও অসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
