ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গার্মেন্টস নিয়ে ভারত অপপ্রচার করছে: সাখাওয়াত

‘গার্মেন্টস শিল্প নিয়ে পার্শ্ববর্তী একটি দেশ অপপ্রচার এবং ষড়যন্ত্র করছে। তবে দেশের ক্ষতি করে অন্যের মেহমানদারি করা হবে না।’

আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৯:০৩ পিএম

গার্মেন্টস শিল্প নিয়ে ভারত অপপ্রচার করছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসাইন।

শনিবার (১১ জানুয়ারি) বিকেলে রাজধারীর বসুন্ধরায় গার্মেন্টস খাতের পণ্য উৎপাদনে সাপোর্ট দেয়া বিভিন্ন প্রতিষ্ঠানের আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, গার্মেন্টস শিল্প নিয়ে পার্শ্ববর্তী একটি দেশ অপপ্রচার এবং ষড়যন্ত্র করছে। তবে দেশের ক্ষতি করে অন্যের মেহমানদারি করা হবে না।

এসময় শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, বিগত সময়ে দুর্নীতির জন্য ব্যাংকিং খাতকে ধ্বংস করে দেয়া হয়েছে, তবে তৈরি হওয়া মাফিয়াদেরও ছাড় দেয়া হবে না।

উপদেষ্টা সাখাওয়াত আরও বলেন, বেক্সিমকো নিয়ে সমস্যায় আছি। কোনো রপ্তানি না করেও একটি ব্যাংক থেকে ১০০ কোটি টাকা নিয়ে গেছে। একটি গ্রুপ একাই ৫৮ হাজার কোটি টাকা ঋণ নিয়েছিল।

NC
আরও পড়ুন