ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সন্ত্রাসী যে দলের হোক কাউকে ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

‘আপনারা আপনাদের রাজনীতি করেন আমাদের কোন আপত্তি নাই। কিন্তু আপনারা যদি কোন আইনশৃঙ্খলা ভঙ্গ করেন, কোন অবস্থায় আপনাদের ছাড় দেয়া হবে না।’

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০৭:১৫ পিএম

মুন্সিগঞ্জের শ্রীনগরে থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কোন অবস্থায় কোন সন্ত্রাসীকে ছাড় দেয়া হবে না। সে যে দলের হোক, যত বড় নেতা হোক।

তিনি বলেন, মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে। কোন অবস্থাতেই এটি আর হতে দেয়া যাবে না। 

রোববার (১২ জানুয়ারি) বেলা তিনটার দিকে সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর মাঠে কৃষিজ যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা।

বিএনপিকে উদ্দেশ্যে করে উপদেষ্টা বলেন, ‘আপনারা আপনাদের রাজনীতি করেন আমাদের কোন আপত্তি নাই। কিন্তু আপনারা যদি কোন আইনশৃঙ্খলা ভঙ্গ করেন, কোন অবস্থায় আপনাদের ছাড় দেয়া হবে না। আপনারা যে যতবড় নেতা হন না কেনো। রাজনীতি করেন, দেশের জন্য কাজ করেন।’

পুলিশ ও সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা কাউকে ছাড় দিবেন না, সেটা আমার ভাই হলেও না। আমি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বলবো, আপনারা তাদের তেল মারা বন্ধ করেন। আপনারা কঠোর হোন। ভবিষ্যতে কে আসবে সেটা পরে দেখা যাবে। কোন মৌসুমী নেতারা দেশের জন্য কিছু করে নাই। কৃষকের পাশে দাড়ান, কৃষকরাই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে।’

স্থানীয় কৃষক জনতাকে উদ্দেশ্য করে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এখন দেশে কৃষি শ্রমিক পাওয়া যায়না। একজন ছেলে যদি প্রবাসে থাকেন, সে দেশে এসে আর মাঠে কাজ করতে চায় না। এটা একটা খারাপ দিক।’

কৃষি কর্মকর্তাদের উদ্দেশ্যে করে বলেন,‘ প্রতিটি ইউনিয়নে তিনজন করে কৃষি কর্মকর্তা আছে। তারা যেন কৃষকের পাশে থাকেন। ইউনিয়ন পরিষদ অফিসে বসে না থাকে। তাহলে কৃষিতে উন্নতি হবে।’

উপদেষ্টা আরও বলেন, ‘বাংলাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। সরকারি কর্মকর্তারা যদি কেউ দুর্নীতি করে সেটি আপনারা ফলাও করে প্রচার করবেন। দুর্নীতিটা কমে গেলে দেশের উন্নতি হবে। রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা ভবিষ্যতে আসবেন, তারাও সজাগ হবেন। কিন্তু কোন মিথ্যা সংবাদ প্রচার করবেন না।’

MN/NC
আরও পড়ুন