ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এইচএমপিভিতে আক্রান্ত সেই নারীর মৃত্যু

১২ জানুয়ারি এই নারীর এইচএমপিভিতে আক্রান্ত হওয়ার খবর আসে। আক্রান্ত নারী একজন গৃহিণী। নারীর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব এলাকায়।

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১১:৪২ এএম

দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত নারী সানজিদা আক্তার মারা গেছেন। মহাখালী সংক্রামক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সংক্রামক ব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরিফুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ৩০ বছর বয়সী নারী সানজিদা আক্তার এইচএমপিভি আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। আজ সকালে মহাখালী সংক্রামক হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

এর আগে, ১২ জানুয়ারি এই নারীর এইচএমপিভিতে আক্রান্ত হওয়ার খবর আসে। আক্রান্ত নারী একজন গৃহিণী। নারীর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব এলাকায়। তার বিদেশ ভ্রমণের কোনো ইতিহাস নেই। তার স্বামী বিদেশে থাকেন। তবে অতি সম্প্রতি ওই নারীর স্বামীও দেশে আসেননি।

ইনফ্লুয়েঞ্জা ধরনের এই ভাইরাসে ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে বহুসংখ্যক ব্যক্তি আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। তবে ভাইরাসটি সম্পর্কে এখনো কোনো সতর্কতা জারি করেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ২০০১ সালে বিশ্বে প্রথম এই ভাইরাস শনাক্ত হয়। 

AHA
আরও পড়ুন