ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ট্রেনের টিকিটে যাত্রীরা যাচ্ছেন বিআরটিসি বাসে

যাদের ট্রেনের টিকিট কাটা আছে তারা  বিআরটিসি বাসের মাধ্যমে বিভিন্ন স্থানে যাত্রা করতে পারছেন বলে জানা গেছে।

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ০৪:২৭ পিএম

সারা দেশে রেলওয়ের রানিং স্টাফদের ধর্মঘটের কারণে ট্রেন চলাচল বন্ধ থাকায় ট্রেনের টিকিটে বিআরটিসি বাসে করে যাত্রীরা যাচ্ছেন বিভিন্ন গন্তব্যে। ঢাকা থেকে চট্টগ্রাম, খুলনা ও রংপুরসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন গন্তব্যের উদ্দেশে বাস ছাড়তে দেখা যায়।

 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল থেকে কমলাপুরের সামনের সড়ক থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছেড়ে যাচ্ছে বিআরটিসি বাস। যাদের ট্রেনের টিকিট কাটা আছে, তারা বিআরটিসি বাসের মাধ্যমে বিভিন্ন স্থানে যাত্রা করতে পারছেন বলে জানা গেছে।

রেলকর্মীদের ধর্মঘটের মধ্যে আজ সকালে কমলাপুর স্টেশন পরিদর্শনে আসেন রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রেল উপদেষ্টা বলেন, ট্রেনের টিকিট কেনা যাত্রীদের বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য কিছু রুটে বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা ইতোমধ্যেই আন্দোলনরত কর্মীদের দাবি পূরণ করেছেন, এরপরও তারা কর্মবিরতি পালন করছেন।

বাসস জানায়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমান বন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্রগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীরা তাদের ক্রয়কৃত রেল টিকেটে বিআরটিসি বাস সার্ভিসের মাধ্যমে ভ্রমণ করতে পারবেন এবং এসকল স্থান থেকে ঢাকাতে এই সার্ভিসের মাধ্যমে আসতে পারবেন।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিআরটিসি বাস সার্ভিস চালু থাকবে বলে জানানো হয়েছে।

এছাড়া বাংলাদেশ রেলওয়ের অপর এক বার্তায় জানানো হয়েছে, ‘বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের দাবী বহুলাংশে মেনে নেয়া সত্ত্বেও তারা তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি থেকে সরে আসেনি। এ কারণে আজ ২৮ জানুয়ারি থেকে রেল চলাচলে বিঘ্ন ঘটতে পারে। রেলের যাত্রা বাতিল হলে পুর্বে ক্রয়কৃত টিকেটের টাকা বাংলাদেশ রেলওয়ে কর্তৃক ফেরত প্রদান করা হবে’।

 

AA
আরও পড়ুন