বিশ্ব ইজতেমায় চলছে আখেরি মোনাজাত

তাবলীগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরুব্বি ও কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ আখেরি মোনাজাত পরিচালনা করছেন।

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৪ এএম

টঙ্গীর তুরাগ নদীর তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি ) সকাল ৯টা ১২ মিনিট থেকে শুরু হওয়া এই মোনাজাতে লাখো মুসল্লি অংশ নিয়েছেন। দেশ-বিদেশ থেকে আসা মুসল্লিরা আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা ও কল্যাণ কামনা করছেন।

তাবলীগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরুব্বি ও কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ আখেরি মোনাজাত পরিচালনা করছেন।

আখেরি মোনাজাত নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ভোর ৬টা থেকে ইজতেমা ময়দানগামী গণপরিবহন বন্ধ রাখা হয়েছে, যা মোনাজাত শেষে পুনরায় চালু হবে বলে জানিয়েছে গাজীপুর মহানগর পুলিশ।

উল্লেখ্য, বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৩১ জানুয়ারি শুরু হয় এবং আজ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। দ্বিতীয় পর্ব ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে, যেখানে আরও লাখো মুসল্লির অংশগ্রহণের কথা রয়েছে।

AHA
আরও পড়ুন