আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে চলছে ‘অপারেশন ডেভিল হান্ট’। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গত ৮ ফেব্রুয়ারি রাত থেকে শুরু হওয়া যৌথ বাহিনীর এই বিশেষ অভিযানে এখন পর্যন্ত ১২ দিনে মোট ৬ হাজার ৩৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, পুলিশ সদর দপ্তরের সবশেষ ২৪ ঘণ্টার হিসাব অনুযায়ী সারাদেশে ৫৩২ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এছাড়াও এই অভিযানের বাইরে বিভিন্ন মামলায় ১ হাজার ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারের পাশাপাশি বেশ কিছু অস্ত্রও উদ্ধার করেছে যৌথ বাহিনী। এগুলোর মধ্যে আছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি স্টিলের চাপাতি, দুটি বার্মিজ চাকু, একটি স্টিলের জং ধরা ছুরি ও একটি স্টিলের কিরিচ।
প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে শিক্ষার্থীদের ওপর হামলা করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে আহত হন অন্তত ১৫ শিক্ষার্থী। এ ঘটনায় নড়েচড়ে বসে প্রশাসন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গাজীপুরসহ সারাদেশে শুরু হয় ‘অপারেশন ডেভিল হান্ট’। ৮ ফেব্রুয়ারি রাত থেকেই সাড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী।
