নারী দিবস

নারী পাইলট-কেবিন ক্রু দিয়ে বিমানের বিশেষ ফ্লাইট

শনিবার বিমানের ঢাকা-ব্যাংকক-ঢাকা বিজি ৩৮৮ ফ্লাইটটি পরিচালিত হবে সম্পূর্ণ নারী ক্রুদের দ্বারা।

আপডেট : ০৮ মার্চ ২০২৫, ১০:২২ এএম

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার (৮ মার্চ) নারীদের সমতা, ক্ষমতায়ন এবং সম্মানের প্রতি একাত্মতা প্রদর্শন করে ঢাকা-ব্যাংকক-ঢাকা ফ্লাইট পরিচালনা করবে বিমান। এ ফ্লাইটের ককপিট থেকে কেবিন ক্রু সবাই হবেন নারী।

শুক্রবার (৭ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানের বিশেষ ফ্লাইটের নেতৃত্ব দিবেন ক্যাপ্টেন আনিতা ও ফার্স্ট অফিসার তাবাসসুম। এছাড়া, ফ্লাইট পরিচালনায় থাকবেন আরও পাঁচ নারী কেবিন ক্রু। শনিবার বিমানের ঢাকা-ব্যাংকক-ঢাকা বিজি ৩৮৮ ফ্লাইটটি পরিচালিত হবে সম্পূর্ণ নারী ক্রুদের দ্বারা।

রাষ্ট্রায়ত্ত্ব বিমান সংস্থাটি জানিয়েছে, নারীদের দক্ষতা, নেতৃত্ব ও সক্ষমতাকে তুলে ধরতে তারা এই উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানটি মনে করে, এ ধরনের উদ্যোগ কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণকে আরও উৎসাহিত করবে এবং বৈষম্য দূরীকরণের বার্তা দেবে।

AHA
আরও পড়ুন