ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রণয়ন করুন: জামায়াত আমির

‘জামায়াতে ইসলামীকে বিগত ফ্যাসিস্ট সরকার নিজেদের প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করেছিল৷ তাদের বিরোধী হওয়ায় আমাদের ওপর সর্বোচ্চ শোষণ ও নির্মমতা নেমে আসে৷’

আপডেট : ০৮ মার্চ ২০২৫, ০৮:৪৭ পিএম

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে, সবার মতামতের ভিত্তিতে সরকার গঠনে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রণয়নের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার অনুষ্ঠানে এ আহ্বান জানান জামায়াত আমির।

বিগত আওয়ামী শাসনামলে জামায়াতকে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘জামায়াতে ইসলামীকে বিগত ফ্যাসিস্ট সরকার নিজেদের প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করেছিল৷ তাদের বিরোধী হওয়ায় আমাদের ওপর সর্বোচ্চ শোষণ ও নির্মমতা নেমে আসে৷’

ডা. শফিকুর রহমান আরও বলেন, বিগত আওয়ামী শাসনামলে একক রাজনৈতিক সংগঠন হিসেবে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে তার দলের কর্মীরা। বিরোধী রাজনৈতিক দলের ওপর এমন নিপিড়ন বিশ্বে নজিরবিহীন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কাউকে সংখ্যালঘু বা সংখ্যাগুরু হিসেবে চিহ্নিত করে না৷ দেশের সব মানুষকে বাংলাদেশের গর্বিত নাগরিক মনে করে৷’

আরও পড়ুন