ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আরেফিন সিদ্দিকের জানাজা জুমার পর, আজিমপুরে দাফন

জুমার পরে রাজধানীর ধানমণ্ডি ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পরে পিতা-মাতার পাশে আজিমপুর কবরস্থানে দাফনকার্য সম্পাদন করা হবে।

আপডেট : ১৪ মার্চ ২০২৫, ০৯:০০ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের জানাজা আজ শুক্রবার জুমার নামাজের পর ধানমন্ডি ইদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। পরে আজিমপুর কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।

গত কয়েক দিন হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত সোয়া ১০টা ৪৫ মিনিটে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

অধ্যাপক আরেফিন সিদ্দিকের ছোট ভাই সাইফুল্লাহ সিদ্দিক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার (১৪ মার্চ) জুমার পরে রাজধানীর ধানমণ্ডি ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পরে পিতা-মাতার পাশে আজিমপুর কবরস্থানে দাফনকার্য সম্পাদন করা হবে।

প্রসঙ্গত, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৭ সালে তিনি উপাচার্যের দায়িত্ব পালন শেষ করে আবারও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। ২০২০ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরে যান তিনি।

AHA
আরও পড়ুন