অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা চীনের আগে ভারতেই সফর করতে চেয়েছিলেন। কিন্তু ভারত থেকে সে বিষয়ে কোনো সাড়া পাননি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দেশটির প্রভাবশালী দৈনিক ‘দ্য হিন্দু’কে এ কথা জানিয়েছেন।
মঙ্গলবার (২৫ মার্চ) দ্য হিন্দুকে ওই কথা জানিয়ে প্রেস সচিব বলেন, ‘চীন সফর চূড়ান্ত করার অনেক আগে প্রধান উপদেষ্টা ভারতে যেতে চেয়েছিলেন। সে ইচ্ছা প্রকাশ করে অন্তর্বর্তী সরকার গত ডিসেম্বরেই ভারতকে বার্তা পাঠিয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, ভারত থেকে ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি।’
তিনি বলেন, ‘বাংলাদেশ ওই আগ্রহ প্রকাশ করেছিল চীন সফর চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহ আগে।’
বুধবার (২৬ মার্চ) অধ্যাপক মুহাম্মদ ইউনূসের শুরু হওয়া চীন সফরে তার সঙ্গে দেশটির প্রেসিডেন্ট সি চিন পিংয়ের দ্বিপক্ষীয় বৈঠক হবে, এ কথা উল্লেখ করে শফিকুল আলম বলেন, ‘প্রধান উপদেষ্টা চান বাংলাদেশকে চীন তার বিনিয়োগের গন্তব্য করে তুলুক। বিশেষ করে উৎপাদন শিল্পে।’
চীন থেকে ফিরেই মুহাম্মদ ইউনূস ব্যাংককে যাবেন বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে। ৩ ও ৪ এপ্রিল এ সম্মেলনের আসরে ইউনূস চান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করতে।
প্রেস সচিব এ প্রসঙ্গে বলেন, ‘অনেক দিন আগে এই ইচ্ছা প্রকাশ করে অন্তর্বর্তী সরকার ভারতকে বার্তা দিয়েছে। কিন্তু বৈঠক নিয়ে ভারত এখনো কিছু জানায়নি।’
শফিকুল আলম বলেন, ‘সফরকালে চীনের বিনিয়োগকারীদের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করবেন। অধ্যাপক ইউনূস বাংলাদেশকে ব্যবসাবান্ধব দেশ হিসেবে পরিচিত করতে চান। এমন পরিবেশ সৃষ্টি করতে চান, যাতে বিনিয়োগকারীরা বাংলাদেশ নিয়ে আগ্রহী হন।’
প্রেস সচিব বলেন, ‘বহু দেশ নানা কারণে চীনা বিনিয়োগ নিয়ে শঙ্কিত। বাংলাদেশ সেই সুযোগ গ্রহণ করতে চায়। চীনা বিনিয়োগকারীদের স্বাগত জানাতে বাংলাদেশ প্রস্তুত।’
বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব এগিয়ে নিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ: মোদি