ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

উদ্ধারকারী দলসহ আটকদের নিয়ে দেশে ফিরলো নৌবাহিনী

মানবিক বিপর্যয়ে প্রতিবেশী দেশ মিয়ানমারের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় সে দেশের সরকার ও জনগণ বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১১:১০ এএম

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে তৃতীয় ধাপে ত্রাণ ও মানবিক সহায়তা হস্তান্তর শেষে মঙ্গলবার (১৫ এপ্রিল) দেশে ফিরেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা সমুদ্র অভিযান’। সঙ্গে করে বাংলাদেশ থেকে মিয়ানমারে পাঠানো উদ্ধারকারী ৫৫ সদস্য, চিকিৎসা সহায়তাকারী দলসহ বিভিন্ন সময়ে মিয়ানমারে আটকেপড়া ২০ বাংলাদেশি নাগরিককে নিয়ে এসেছে নৌবাহিনী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। 

ছবি: আইএসপিআর

আইএসপিআর জানায়, প্রতিবেশী দেশ মিয়ানমারে ১২০ টন ত্রাণসামগ্রী যথাযথ প্রক্রিয়ায় হস্তান্তর শেষে ‘বানৌজা সমুদ্র অভিযান’ বাংলাদেশের উদ্দেশে ১৩ এপ্রিল মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দর ছেড়ে আসে। এর আগে মায়ানমারে পাঠানো উদ্ধার ও চিকিৎসা সহায়তাকারী দল তাদের কাজ শেষে জাহাজে চড়ে বসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ মার্চ ও ১ এপ্রিল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্য, অসামরিক চিকিৎসক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সমন্বয়ে গঠিত ৫৫ সদস্যের উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তাকারী দল মিয়ানমারে পাঠানো হয়। দেশেটিতে ভূমিকম্প ক্ষতিগ্রস্ত এলাকায় ধসে পড়া ভবন ক্লিয়ারিং, উদ্ধার ও আহত জটিল অস্ত্র পাচারসহ দুর্যোগপীড়িত মানুষের সেবায় কাজ করেন। উদ্ধার ও চিকিৎসা সেবা শেষে নৌবাহিনীর জাহাজ তাদের নিরাপদে দেশে নিয়ে আসা হয়। 

ছবি: আইএসপিআর

মানবিক বিপর্যয়ে প্রতিবেশী দেশ মিয়ানমারের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় সে দেশের সরকার ও জনগণ বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

RA
আরও পড়ুন