ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আজহারের মুক্তিতে বিলম্ব, ব্যথিত জামায়াত

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০২:০৯ পিএম

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির তারিখ পেছানো হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বিস্মিত এবং ব্যথিত বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (২২ এপ্রিল) হাইকোর্টে এটিএম আজহারুল ইসলামের জামিন শুনানি শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা খুবই বিস্মিত এবং ব্যথিত যে ৫ আগস্টের পর যারা আওয়ামী ফ্যাসীবাদের কাছে অন্যায়ভাবে আটক ছিল তারা সকলেই মুক্তি পেয়েছেন। কিন্তু এটিএম আজহারের মুক্তি মিলছে না। অথচ তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেসবের সাথে তার তিলমাত্র সম্পৃক্ততা নেই। আইনজীবীরা যতটুকু সম্ভব আদালতে তা  প্রমাণ করতে সক্ষম হয়েছেন।

RK
আরও পড়ুন