চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মদিনার উদ্দেশ্যে ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট ছেড়ে গেছে। শনিবার (৩ মে) বিকেল ৫টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৭ (বোয়িং-৭৭৭) ফ্লাইটটি হজযাত্রীদের নিয়ে উড্ডয়ন করে।
এর আগে শনিবার দুপুর আড়াইটায় এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিমান বাংলাদেশের চট্টগ্রাম জেলার ব্যবস্থাপক আল মামুন ফারুক।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র হজযাত্রীদের মাঝে মেডিসিন, খেজুর, আতরসহ নানা উপহার বিতরণ করেন এবং হজের সময়ে তাদের সুস্বাস্থ্য রক্ষার বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন। হাজিরা সাধারণত যেসব অসুস্থতা মোকাবিলা করেন মেয়র সেগুলোর সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন এবং অসুস্থ হলে করণীয় সম্পর্কে হাজিদের পরামর্শ দেন। মেয়র তাদের কাছে দেশ ও জাতির জন্য দোয়া কামনা করেন এবং চট্টগ্রামের চলমান উন্নয়ন কার্যক্রম সফল হওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করার জন্য হাজিদের বিশেষভাবে অনুরোধ জানান।
এসময় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর জানান, এবার চট্টগ্রাম থেকে মোট ১৭টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে। এর মধ্যে ১৪টি যাবে জেদ্দায় এবং ৩টি মদিনায়। সব মিলিয়ে চট্টগ্রাম থেকে ৬ হাজার ৬১৮ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) চট্টগ্রাম জোনের চেয়ারম্যান শরীয়ত উল্ল্যাহ শহীদ, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) চট্টগ্রাম জোনের চেয়ারম্যান মো. আবু জাফর, হাব সেক্রেটারি মো. আব্দুল মালেক, আটাব সেক্রেটারি মো. ইদ্রিস মিয়া প্রমুখ।
