ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

টিএনজেড গ্রুপ

মালিকের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধের সিদ্ধান্ত 

আপডেট : ২১ মে ২০২৫, ০৩:১৩ এএম

গাজীপুরের টিএনজেড গ্রুপের মালিকের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। 

মঙ্গলবার রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে টিএনজেড গ্রুপের আট প্রতিষ্ঠানের অন্তত ৫০০ শ্রমিক বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে অবস্থান কর্মসূচির জেরে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

এর আগে শ্রমিকদের প্রতিনিধি ও তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর কর্মকর্তাদের সঙ্গে মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠক করেন। বৈঠকে মালিকের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের সিদ্ধান্ত হয়। 

জানতে চাইলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান বলেন, ‘টিএনজেড গ্রুপের সম্পত্তি বিক্রি করে সংকট সমাধানের চেষ্টা করা হচ্ছে।’

বৈঠকে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে-
১. টিএনজেড গ্রুপের ওয়াশিং প্ল্যান্ট ও মহাখালীস্থ ডিওএইচএস-এ মালিকের বাড়ি বিক্রি করে শ্রমিকদের বকেয়া বেতন ও অন্যান্য পাওনা আগামী ৭ কর্ম দিবসের মধ্যে পরিশোধ করা হবে। 
২. শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়ে সংশ্লিষ্ট সবার মধ্যে ঐকমত্য হওয়ায় শ্রম ভবনের ঘেরাও কর্মসূচি শ্রমিক নেতরা প্রত্যাহার করবেন।
৩. টিএনজেড গ্রুপের মালিক বিদেশে থাকায় ইতোমধ্যে তাকে দেশে আনার জন্যে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির কার্যক্রম গ্রহণ করা হয়েছে। 
৪. টিএনজেড এর পরিচালক বা ব্যবস্থাপনার সাথে জড়িতদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
৫. টিএনজেড এর ডাইরেক্টর ফিন্যান্স শ্রমিকদের বকেয়া পরিশোধ না করা পর্যন্ত সরকারের হেফাজতে থাকবেন।

উল্লেখ্য, আজ গাজীপুরের টিএনজেড গ্রুপের আটটি প্রতিষ্ঠানের অন্তত ৫০০ শ্রমিক রাজধানীর কাকরাইল মসজিদ মোড় অবরোধ করে বকেয়া বেতন ও অন্যান্য পাওনার দাবিতে অবস্থান নেন। বিকেল ৩টার দিকে 'মার্চ টু যমুনা' কর্মসূচির অংশ হিসেবে শ্রম ভবন এলাকা থেকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন 'যমুনা'র দিকে যাত্রা শুরু করলে পুলিশ মিছিলটি আটকে দেয়।

MMS
আরও পড়ুন