ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আসাদ আলম সিয়াম হচ্ছেন নতুন পররাষ্ট্র সচিব

আপডেট : ২৩ মে ২০২৫, ১২:২৮ এএম

যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বর্তমানে অতিরিক্ত সচিব পদমর্যাদার অফিসার সিয়ামকে সচিব হিসেবে পদোন্নতি দেওয়ার পরে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। সচিব হিসেবে পদোন্নতির জন্য সুপিরিয়র সিলেকশন বোর্ডের অনুমোদন ও অন্যান্য আনুষ্ঠানিকতা দ্রুত শেষ করবে সরকার।

এদিকে মাত্র আট মাস কাজ করার পরেই পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার দফতরের মনোভাব বুঝতে না পারা এবং তাদের চাহিদা ও ইচ্ছা পূরণ করতে না পারার কারণে ওই দফতরের সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

MMS
আরও পড়ুন