ঈদুল আজহার উপলক্ষে ছুটির প্রথম দিনে নাড়ির টানে রাজধানী ছাড়ছেন কর্মব্যস্ত মানুষ। কমলাপুর রেলস্টেশনে দেখা গেছে উপচেপড়া ভিড়। সময় মতো সব ট্রেন এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও শৃঙ্খলাপূর্ণ বলে জানাচ্ছেন যাত্রীরা।
বৃহস্পতিবার (০৫ জুন) সকাল থেকে যাত্রীরা দলে দলে প্রবেশ করছেন কমলাপুর স্টেশনে। ট্রেনের প্রতিটি বগি যাত্রীতে ঠাসা। সিট নেই তবুও স্ট্যান্ডিং টিকিট নিয়ে যাচ্ছেন গন্তব্যে। যে করে হোক বাড়ি ফেরা চাই! প্রিয়জনের সঙ্গে ঈদ করতে এতটুকু কষ্ট করতে রাজি তারা।
পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলসহ এবারের ঈদযাত্রায় সর্বমোট ৫৫ জোড়া বিশেষ ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে। দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে সকালে সাড়ে সাতটায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় তিস্তা এক্সপ্রেস। সাড়ে আটটায় লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায় লালমনি এক্সপ্রেস। ২৬ মে যারা ট্রেনের আগাম টিকিট কেটেছেন তারা আজ ট্রেনে করে নিজ নিজ গন্তব্য যাচ্ছেন।
স্টেশনে একাধিক যাত্রী জানালেন স্বস্তির যাত্রার কথা। তারা বলছেন, রেলওয়ে কর্তৃপক্ষের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও সময়মতো ট্রেন চলাচলের ফলে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হচ্ছে। সবাই নিরাপদে ও সুশৃঙ্খলভাবে গন্তব্যে পৌঁছাতে পারছেন।
বেসরকারি চাকরিজীবী আব্দুল কাদের মিয়া যাবেন দিনাজপুর। তিনি বলেন, ‘পরিবারের সঙ্গে ঈদ করতে গ্রামে যাচ্ছি। মানুষের ভিড় থাকলেও স্বস্তি রয়েছে ট্রেনযাত্রায়। একসময় ট্রেন আসতে বিলম্ব করলেও এখন সময় মতোই স্টেশনে পৌঁছে প্রতিটি ট্রেন।
যাত্রীরা জানান, টিকিটবিহীন কোনো যাত্রী প্রবেশ করতে দেওয়া হচ্ছে না প্লাটফর্মে। টিকিট সংগ্রহ থেকে শুরু করে সবকিছুই এবার ভোগান্তিহীন।
চট্টগ্রামগামী যাত্রী পান্না আক্তার বলেন, ‘এবারের ঈদযাত্রা ভালো হচ্ছে। ভোগান্তি নেই। সবগুলো ট্রেনই সময়মতো ছেড়ে যাচ্ছে। আশা করছি সুন্দরভাবে বাড়িতে পৌঁছাতে পারব।’
রাজশাহীর যাত্রী আবুল কাশেম বলেন, ‘এবারও ভোগান্তি নেই। সবকিছু দেখছি সুষ্ঠুভাবেই হচ্ছে।’
এদিকে কমলাপুর স্টেশনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। স্টেশন কর্তৃপক্ষ বলছে, নির্বিঘ্ন ও নিরাপদ ঈদযাত্রায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৭৪ জন আনসার মোতায়েন করা হয়েছে। তারা আগামী ১২ জুন পর্যন্ত মোট ১৫ দিন যাত্রীসেবা, স্টেশনে শৃঙ্খলা বজায় রাখা ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করবেন তারা। যেকোনো সংকটে যাত্রীদের পাশে থাকতে প্রস্তুত থাকবে বাহিনীর সদস্যরা।
ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম বলেন, যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ করতে আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। তিন স্তরের টিকিট চেকিং ব্যবস্থা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।
ঈদের জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ
স্বরাষ্ট্র উপদেষ্টার টাকা নিলো না পথশিশু