ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভিসি নিয়োগে সরকারের পত্রিকায় বিজ্ঞাপন!

আপডেট : ০৬ জুন ২০২৫, ০৭:১১ এএম

পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বিশ্ববিদ্যালয়ের জন্য যোগ্য উপাচার্য খুঁজে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। সে ঘোষণা অনুযায়ী বরিশাল বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসি খুঁজতে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে সরকার।

দুই বিশ্ববিদ্যালয়ের জন্যই পিএইচডি ডিগ্রীধারী উপাচার্য খুঁজছে সরকার। আগ্রহী প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে ২০ বছর শিক্ষকতা অথবা ৫ বছর গবেষণা ও ১৫ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

এছাড়াও বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত জার্নালে উল্লেখযোগ্য সংখ্যক লেখা প্রকাশের শর্তও জুড়ে দেওয়া হয়েছে।

যে প্রার্থীরা এসব মানদণ্ডে উতরে যাবেন, তাদের সকল কাগজপত্রসহ আগামী ২৬ জুন বিকাল ৫টার মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব বরাবর আবেদন করতে হবে।

ভিসি নিয়োগে সরকারের পত্রিকায় বিজ্ঞাপন

এর আগে বুধবার (৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় শিক্ষা উপদেষ্টা বলেছিলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর দুটি বিশ্ববিদ্যালয়ে নিয়োগের প্রয়োজনে একটি উপাচার্য নির্বাচনি প্যানেল তৈরি করেছি। পত্রিকায় বিজ্ঞাপন প্রদান ও ইচ্ছুকদের আবেদনপত্র গ্রহণের মাধ্যমে ভিসি নিয়োগ প্রদান করা হবে।’

MMS
আরও পড়ুন