ভারতের পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় থাকা নিউটন দাস, ২০২৪ সালে বাংলাদেশে জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন বলে খবর প্রকাশ করেছে দ্য হিন্দু।
সংবাদমাধ্যমটি বলছে, ওই যুবক পশ্চিমবঙ্গের কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের ভোটার হিসেবে তালিকাভুক্ত। এই কাকদ্বীপের অবস্থান সুন্দরবনের কাছে, যে বনভূমি দুই দেশের সীমানাতেই পড়েছে।
গত বছরের ৫ আগস্ট বাংলাদেশের ক্ষমতার পটপরিবর্তন আন্দোলনে অংশগ্রহণকারী নিউটন দাসের বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পাওয়া গেলেও এই তরুণ দাবি করেছেন, তিনি ভারতের নাগরিক।
তবে তিনি বাংলাদেশের বিক্ষোভে সক্রিয়ভাবে জড়িত থাকার কথা অস্বীকার করেননি।
এদিকে, নিউটন দাস একটি ভিডিও বার্তায় বলেছেন, পৈতৃক সম্পত্তিসংক্রান্ত সমস্যার জন্য আমি ২০২৪ সালে বাংলাদেশে গিয়েছিলাম এবং সেখানে বিপ্লবের মধ্যে পড়ে যাই। আমি ২০১৪ সাল থেকে কাকদ্বীপে ভোটার, তবে ২০১৭ সালে আমার ভোটার কার্ড হারিয়ে ফেলেছিলাম। ২০১৮ সালে স্থানীয় বিধায়ক মন্টুরাম পাখিরার সহায়তায় আমি একটি নতুন ভোটার কার্ড পাই।
তবে নিউটনের চাচাতো ভাই তপন দাসের ভাষ্য, তার ভাই নিউটন বাংলাদেশে জন্মগ্রহণ করেছে এবং দুই দেশেই ভোট দিয়ে থাকেন।
হিন্দু লিখেছে, তার এই বক্তব্য নিউটনের কথার সঙ্গে সাংঘর্ষিক।