ঢাকা
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এমআইএসটিতে ‘বিশ্ব পরিবেশ দিবস’ উদযাপন

আপডেট : ২৯ জুন ২০২৫, ০৪:৫৩ পিএম

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর এনভায়রনমেন্টাল, ওয়াটার রিসোর্সেস অ্যান্ড কোস্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগ বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে MIST Environment Fest-2025”  নামে ২৮-২৯ জুন ২০২৫ তারিখে একটি অনুষ্ঠানের আয়োজন করে। যার প্রতিপাদ্য ̈ বিষয় ছিল “প্লাস্টিক দূষণ রোধ” (Beat Plastic pollution)। 

প্লাস্টিক দূষণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও টেকসই পদক্ষেপ গ্রহণে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে Poster Presentation, GIS Case Competition, Environmental Article Writing and Buzzer Blitz Contest অনুষ্ঠিত হয়, যা শিক্ষার্থীদের  পরিবেশগত সমস্যা মোকাবেলায় তাদের সৃজনশীল ধারণা উপস্থাপনের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান। তিনি তার বক্তব্যে পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং প্লাস্টিক দূষণের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এমআইএসটি’র কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ বলেন, প্লাস্টিকের বিকল্প খোঁজা এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। 

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের অধ্যাপক ড. মোঃ মাফিজুর রহমান। তিনি বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণ প্রতিরোধে গৃহীত বিভিন্ন উদ্যোগ, উদ্ভাবনী প্রযুক্তি, কর্পোরেট দায়বদ্ধতা,  এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দেশের নীতিমালার অগ্রগতির কথা তুলে ধরেন। কারিগরি সেশনে বাংলাদেশের পয়ঃনিষ্কাশন ব্যবস্থার চ্যালেঞ্জসমূহ  এবং নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে বিশদ আলোচনা করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ড. আবদুল্লাহ আল-মুয়ীদ।

জলবায়ু পরিবর্তন ও অনিশ্চয়তার প্রেক্ষাপটে যুবসমাজের নেতৃত্ব এবং করণীয় কার্যকলাপ সম্পর্কে আলোচনা করেন সুইডিশ দূতাবাসের কর্মকর্তা নায়োকা মার্টিনেজ ব্যাকস্ট্রম।

AA/AHA