ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

অক্টোবরের আগে ভাঙা রাস্তা মেরামত হবে: পরিবেশ উপদেষ্টা

আপডেট : ৩০ জুন ২০২৫, ০৮:৫২ পিএম

পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আগামী অক্টোবরের আগে সব ভাঙা রাস্তা মেরামত করা হবে এবং পুরনো সব বাস সরিয়ে ফেলা হবে। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে মিলে একসঙ্গে কাজ করব।

সোমবার (৩০ জুন) সচিবালয়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে চীনের বিশেষজ্ঞ প্রতিনিধির সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি। 

পরিবেশ  উপদেষ্টা বলেন, অক্টোবরের আগে ভাঙা রাস্তা মেরামত করা হবে। নতুন করে আড়াই শ বাস কেনা হবে। বিআরটিএর মাধ‍্যমে পুরনো বাস সরিয়ে ফেলা হবে।

তিনি আরো বলেন, ঢাকার আশপাশে ইট ভাটাকে ‘নো ব্রিক ফিল্ড জোন’ ঘোষণা করা হবে। চীনের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করে বায়ুর মান উন্নয়নে কাজ করবে সরকার।

পরিবেশ উপদেষ্টা বলেন, ধাপে ধাপে এটি করা যাবে। বায়ুদূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে। 

AA/FJ
আরও পড়ুন