ঢাকা
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনে রদবদল: আজাদ মজুমদার

আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০৬:১০ পিএম

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনে প্রয়োজন অনুযায়ী রদবদল আনার ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আজাদ মজুমদার।

সোমবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। 

এর আগে, আইনশৃঙ্খলা বাহিনীসহ গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে।

আজাদ মজুমদার বলেন, নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের রদবদল নিয়ে আলোচনা হয়েছে। আপনারা জানেন, নির্বাচনের আগে প্রশাসনে রদবদল আসন্ন। এই রদবদলটা কী প্রক্রিয়ায় হবে, সেটি নিয়ে আলোচনা হয়েছে এবং কিছু সিদ্ধান্ত হয়েছে।

কোন প্রক্রিয়ায় রদবদলগুলো হবে এমন প্রশ্নের উত্তরে প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব বলেন, রদবদল হবে, কিন্তু সব জায়গাতেই রদবদল হবে এমন কোনো সিদ্ধান্ত হয়নি। যেখানে প্রয়োজন হবে শুধু সেখানেই রদবদলের সিদ্ধান্ত হয়েছে।

MMS
আরও পড়ুন