ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

টয়লেটের ফ্ল্যাশ কাজ না করায় ঢাকায় ফিরলো আবুধাবিগামী ফ্লাইট

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৭:৪১ পিএম

বৃহস্পতিবার রাত ১২টা ২৩ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবুধাবির উদ্দেশে উড্ডয়ন করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩২৭ ফ্লাইট। ১ ঘন্টা ব্যবধানে টয়লেটের ফ্ল্যাশ কাজ না করায় ফ্লাইটটি রাত ১টা ৩১ মিনিটে বিমানটি শাহজালালে নিরাপদে অবতরণ করে।

বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজটির তিনটি টয়লেটের ফ্লাশ কাজ না করায় চরম অস্বস্তিতে পড়েন যাত্রীরা। পরিস্থিতি বিবেচনায় ঢাকায় অবতরণ সিদ্ধান্ত নেন পাইলট। পরে রাত ৩টা ৩৮ মিনিটে যাত্রীদের আরেকটি উড়োজাহাজে করে আবুধাবি পাঠানো হয়। তবে সেই বিকল্প উড়োজাহাজটি মূলত ব্যাংককগামী বিজি-৩৮৮ ফ্লাইটের জন্য নির্ধারিত ছিল। যার ফলে ওই ফ্লাইট নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি।

এর আগে বুধবার (৬ আগস্ট) ইঞ্জিনে অস্বাভাবিক কম্পন শনাক্ত হওয়ায় উড্ডয়নের এক ঘণ্টা পর ঢাকায় ফেরত আনা হয় বিমান বাংলাদেশের ব্যাংককগামী একটি ফ্লাইট।

MH/FJ
আরও পড়ুন