ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

খসড়া ভোটার তালিকা প্রকাশ

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ১১:৩৮ এএম

ভোটার হালনাগাদের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তালিকায় কারো কোনো তথ্যে ভুল থাকলে আগামী ২১ আগস্টের মধ্যে সংশোধন করতে পারবেন ভোটাররা।

জানা গেছে, দেশের সব উপজেলা নির্বাচন অফিসের নির্দিষ্ট স্থানে তালিকাটি ঝুলিয়ে দেওয়া হয়েছে। আগামী ২৪ আগস্টের মধ্যে সংশোধনের জন্য দাখিল করা আবেদন নিষ্পত্তি করবে ইসি। এরপর অন্যান্য কাজ শেষে আগামী ৩১ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

এদিকে, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তাদেরও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত করা হবে।

প্রসঙ্গত, বর্তমানে দেশে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন ভোটার রয়েছেন।

SN
আরও পড়ুন