রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের লক্ষ্যে জাতিসংঘের উদ্যোগে আগামী ৩০ সেপ্টেম্বর একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান।
রোববার (১৭ আগস্ট) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি তথ্য জানান।
ড. খলিলুর রহমান বলেন, এই সম্মেলন শুধু রোহিঙ্গাদের জন্য নয়, বরং বিশ্ব সম্প্রদায়ের জন্যও আশু সমাধানের পথনির্দেশ তৈরির একটি স্থায়ী সুযোগ। আমরা চাই, রোহিঙ্গাদের কণ্ঠস্বর, তাদের আশা-আকাঙ্ক্ষা ও স্বপ্নগুলো বিশ্ব নেতাদের সামনে তুলে ধরতে।
তিনি জানান, সম্মেলনের প্রস্তুতি হিসেবে আগামী ২৫ আগস্ট কক্সবাজারে ‘অংশীজন সংলাপ: রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনে আলোচনার জন্য প্রাপ্ত বার্তা’ শীর্ষক একটি আন্তর্জাতিক সংলাপ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ব্রিফ করা হয়েছে।
ড. খলিলুর রহমান আরও বলেন, একসময় রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক আলোচনার এজেন্ডা থেকে প্রায় বাদ পড়ে যাচ্ছিল। তবে প্রধান উপদেষ্টা গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদে গিয়ে এই সম্মেলন আয়োজনের আহ্বান জানান। তার আহ্বানেই সর্বসম্মত সমর্থন মেলে এবং জাতিসংঘ সাধারণ পরিষদ সম্মেলন আহ্বানের সিদ্ধান্ত নেয়। ইতোমধ্যেই বিশ্বের ১০৬টি দেশ এই সম্মেলনকে স্পন্সর করেছে, যা ইস্যুটিকে আবারও বৈশ্বিক আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।
রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়াকে কাজে লাগাতে চায় বাংলাদেশ
রোহিঙ্গা মুসলিমদের ওপর আরাকান আর্মির বর্বরতা, তদন্তের আহ্বান