ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাষ্ট্রপতির ছবি সরানোর বিষয়ে যা বললেন উপদেষ্টা রিজওয়ানা

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৭:৪৪ পিএম

বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর বিষয়ে শুনলেও কি কারণে এমনটা বলা হয়েছে তা জানেন না পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজওয়ানা বলেন, রাষ্ট্রপতির ছবি সরানোর কথা শুনেছি, প্রেক্ষিত জানি না।

রোববার (১৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা রিজওয়ানা বলেন, রাষ্ট্রপতির ছবি সরানোর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। নির্বাচন কমিশনকে বলা হয়েছে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

পরিবেশ উপদেষ্টা বলেন, আগামী জানুয়ারি থেকে চীনের সঙ্গে তিস্তা মহাপ্রকল্পের কাজ শুরু হবে। ১০ বছরের জন্য প্রকল্প নেয়া হবে। নদী ভাঙন, বন্যা নিয়ন্ত্রণ এবং শুষ্ক মৌসুমে পানি ধরে রাখাই প্রকল্পের বড় লক্ষ্য।

সিলেটে পাথর লুটের ঘটনায় পরিবেশ উপদেষ্টা বলেন, স্থানীয় প্রশাসনের যোগসাজস ছিল পাথর লুটের ঘটনায় তানাহলে প্রশাসন নীরব ছিল কেন। এ ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। 

MH/FJ
আরও পড়ুন