ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৯:০৩ পিএম

সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।পাশাপাশি আত্মশক্তিতে বলিয়ান হয়ে কাজে নিষ্ঠাবান হতে পারলে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি জ্ঞাপন করা হবে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব উপলক্ষে গণশিক্ষা উপদেষ্টা বলেন, শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকীতে আমাদের দুটি শিক্ষা বুকে ধারণ করতে হবে। একটি হচ্ছে, সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকা, আর অন্যটি হচ্ছে, আত্মশক্তিতে বলীয়ান হয়ে নিজেদের কর্তব্যকর্মে নিয়োজিত হওয়া। আমরা যদি এই দুটি বৈশিষ্ট্য নিজেদের মাঝে ধারণ করতে পারি, তাহলেই শ্রীকৃষ্ণের প্রতি প্রকৃত শ্রদ্ধা প্রদর্শন করা হবে।

তিনি আরও বলেন, সমন্বয়বাদিতা ও ধর্মীয় সহনশীলতা এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সংস্কৃতিক বৈশিষ্ট্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ‌উপদেষ্টা এ সময় সকলকে ধর্মীয় সহনশীলতা চর্চার আহ্বান জানান।

MH/MMS
আরও পড়ুন