বাংলাদেশে ক্রোয়েশিয়ার অনারারি কনসাল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যবসায়ী কাজী শাহ মুজাক্কের আহাম্মেদুল হক। গত ২৯ মে ক্রোয়েশিয়ার রাষ্ট্রপতি জোরান মিলানোভিচ তাকে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব দিয়েছেন।
পরে বাংলাদেশ সরকার কর্তৃক ১৮ আগস্ট তাকে এক্সেকুয়াতুর দেওয়া হয়। সেইসঙ্গে তার নিয়োগে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার মাধ্যমে তিনি কূটনৈতিক দায়িত্ব পালনের অনুমতি পেয়েছেন।
নিয়োগ প্রতিক্রিয়ায় কাজী শাহ মুজাক্কের আহাম্মেদুল হক বলেন, এই নিয়োগ আমার জন্য যেমন গর্বের, তেমনি এক বড় দায়িত্ব। আমি সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতা নিয়ে বাংলাদেশ ও ক্রোয়েশিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর ও কার্যকর করতে কাজ করবো।
বাংলাদেশে অনারারি কনসাল হিসেবে কাজী শাহ মুজাক্কের আহাম্মেদুল হক ক্রোয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, শিক্ষা, পর্যটন এবং সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।
