সরকার জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দল ও কমিশনের ঐকমত্য হলে নির্বাচন আয়োজন আরও নিশ্চিত হবে।
বুধবার (২০ আগস্ট) বিকালে রংপুর নগরীর পার্কের মোড়ে শহীদ আবু সাঈদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন।
উপদেষ্টা জানান, স্থানীয় সরকার নির্বাচনে ভোট চুরি ও কেন্দ্র দখলের কারণে উপজেলা, জেলা, পৌর ও সিটি করপোরেশন ভেঙে দেওয়া হয়েছে। তবে কর্মকর্তা সংকটের কারণে ইউনিয়ন পরিষদ ভেঙে দেওয়া সম্ভব হয়নি। জুলাই অভ্যুত্থানের পর ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা পালিয়ে গেছে, তাদের জায়গায় প্যানেল চেয়ারম্যান বা প্রশাসক নিয়োগ দিয়ে কার্যক্রম চলছে।
আসিফ মাহমুদ বলেন, ‘নাগরিক সেবা যেন ব্যাহত না হয়, সেজন্য আমরা ইউনিয়ন পরিষদ নির্বাচন আগে দিতে চেয়েছিলাম। কিন্তু রাজনৈতিক দলগুলোর ঐকমত্য না হওয়ায় সেটা সম্ভব হয়নি। তবে আমরা মনে করি, মানুষের দৈনন্দিন যে সেবাগুলো এখন ব্যাহত হচ্ছে, তা নিরসনের জন্য যতদ্রুত সম্ভব স্থানীয় সরকার পুনর্গঠন বা নির্বাচন প্রয়োজন।’
স্থানীয় সরকার থেকে আঞ্চলিক বৈষম্য দূর করতে সব ধরনের পরিকল্পনার কথাও জানান উপদেষ্টা।
শহীদ আবু সাঈদ প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, ‘শহীদ আবু সাঈদ শুধু একজন ব্যক্তি নন, তিনি ছিলেন একটি আদর্শের নাম। তার আত্মত্যাগ আমাদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে এই ইতিহাস পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব।’
এসময় বেরোবি উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী, মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং শহীদ আবু সাঈদের সহযোদ্ধারা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে রংপুর জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘জুলাই ৩৬’ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
এর আগে দুপুরে তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ ও কুড়িগ্রামের চিলমারী উপজেলার সংযোগকারী তিস্তা নদীর ওপর নির্মিত এক হাজার ৪৯০ মিটার দীর্ঘ ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধন করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির ৬ দিনের কর্মসূচি ঘোষণা
পিআর পদ্ধতি চালুতে জনমত জরিপের আহ্বান বিএনপির
গণতন্ত্র এখনো পুরোপুরি পুনরুদ্ধার হয়নি: রিজভী 