ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পিলখানায় বিজিবির মৎস্য সপ্তাহ উদ্বোধন

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০১:৩১ পিএম

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে বিজিবি সদর দপ্তর, পিলখানায় ‘বিজিবির মৎস্য সপ্তাহ-২০২৫’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে শহীদ ক্যাপ্টেন আশরাফ হল সংলগ্ন পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে অনুষ্ঠানটির শুভ সূচনা করেন।

মহাপরিচালক বলেন, ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আমাদের ঐতিহ্য ‘মাছে ভাতে বাঙালি’ সমুন্নত রাখতে হবে। দেশের আমিষের ৬০ শতাংশ আসে মাছ থেকে, যা পুষ্টিগুণে সমৃদ্ধ এবং স্বাস্থ্যকর। মাছ চাষ শুধু আমিষের ঘাটতি পূরণ নয়, এটি আয় ও কর্মসংস্থানের উৎসও।

তিনি বিজিবি’র প্রতিটি স্থাপনার পুকুর-জলাশয় সংস্কার করে সেখানে দেশি মাছ চাষের আহ্বান জানান। পাশাপাশি সকল সদস্যকে দেশের মহৎ কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখার অনুরোধ করেন। মহাপরিচালক সমাপ্তিতে সবাইকে মৎস্য সপ্তাহ-২০২৫ সফল করার মাধ্যমে মেধাসম্পন্ন, জাতিনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

RF/SN
আরও পড়ুন