রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে একটি বাস্তব রূপরেখা (প্র্যাকটিক্যাল রোডম্যাপ) তৈরির আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসময় তিনি সংকট সমাধানের জন্য সাত দফা কর্মপরিকল্পনা তুলে ধরেন।
সোমবার (২৫ আগস্ট) সকালে কক্সবাজারে অনুষ্ঠিত ‘রোহিঙ্গা বিষয়ক অংশীজন সংলাপ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রোহিঙ্গারা যেন মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে দ্রুত নিজ দেশে ফিরে যেতে পারে সে লক্ষ্যে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
তিনি বলেন, ২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইন রাজ্যে গণহত্যা থেকে বাঁচতে প্রায় ৮ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। আজ সেই ঘটনার আট বছর পূর্ণ হলো, অথচ প্রতিদিন এখনও নতুন করে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করছে।
ড. ইউনূস বলেন, আমরা রোহিঙ্গা নারী-পুরুষের চোখে এখনও ভীতি দেখি, যখন তারা তাদের ওপর হয়ে যাওয়া অবর্ণনীয় ঘটনাগুলো আমাদের সামনে তুলে ধরেন। রোহিঙ্গাদের এমন পরিস্থিতিতে আমরা চুপচাপ বসে থাকতে পারি না। আন্তর্জাতিক মহলের এখানে আগের চেয়েও বেশি প্রভাব বিস্তার করা প্রয়োজন।
তিনি আরও বলেন, কক্সবাজার এখন বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে পরিণত হয়েছে। প্রতি বছর জন্ম নিচ্ছে প্রায় ২২ হাজার রোহিঙ্গা শিশু। এতে করে বাংলাদেশের সমাজ, অর্থনীতি ও পরিবেশে মারাত্মক প্রভাব পড়ছে।
রোহিঙ্গা সংকট সমাধানে তিনি সাত দফা কর্মপরিকল্পনা তুলে ধরেন:
- স্বেচ্ছায়, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য একটি বাস্তব রোডম্যাপ দ্রুত প্রস্তুত করা।
- দাতাসংস্থাগুলোর প্রতিশ্রুতি রক্ষা এবং দীর্ঘমেয়াদি অর্থায়ন নিশ্চিত করা।
- রোহিঙ্গাদের নিপীড়ন ও নতুন আগমন বন্ধে মিয়ানমার ও আরাকান আর্মির প্রতি আহ্বান।
- রাখাইনে সংলাপ ও অধিকার নিশ্চিত করতে একটি প্ল্যাটফর্ম গঠন।
- আসিয়ানসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা নিশ্চিত করা।
- জাতিগত নিধনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের সোচ্চার হওয়া।
- গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারে পদক্ষেপ নেওয়া।
এ সম্মেলন থেকে গৃহীত প্রস্তাবনা আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনে উপস্থাপন করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা।
অধিবেশনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজমসহ দেশি-বিদেশি কূটনীতিক, রোহিঙ্গা প্রতিনিধিসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
নির্বাচন আয়োজনের জন্য দেশ প্রস্তুত: প্রধান উপদেষ্টা
অস্ত্র উদ্ধারে সর্বোচ্চ ৫ লাখ টাকার পুরস্কার ঘোষণা