বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক কর্ণেল শরীফুল এম খান পদোন্নতি পেয়ে ব্রিগেডিয়ার জেনারেল হয়েছেন। তার এই অর্জনে অভিনন্দন জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
মঙ্গলবার (২৬ আগস্ট) দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল শরীফুল এম খান আমেরিকান শ্রেষ্ঠত্বের উজ্জ্বল দৃষ্টান্ত এবং বাংলাদেশি-আমেরিকান সম্প্রদায়ের জন্য এক পথিকৃৎ। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীতে এ পদে উন্নীত হওয়া প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসেবে তিনি মাতৃভূমি রক্ষায় ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা জোরদারে তার নিষ্ঠা প্রদর্শন করেছেন।
এর আগে ২০ আগস্ট পেন্টাগনে একটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন তিনি। শপথ পাঠ করান যুক্তরাষ্ট্র স্পেস ফোর্সের ভাইস চিফ অব স্পেস অপারেশন্স জেনারেল শন ব্রাটন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম রাষ্ট্রদূত এম ওসমান সিদ্দিক, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, বাংলাদেশের সন্তান শরীফুল খান আজ ইতিহাস তৈরি করেছেন। মার্কিন সেনাবাহিনীতে প্রথম বাংলাদেশি-আমেরিকান ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে তিনি উন্নীত হয়েছেন।
বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল শরীফুল খান ‘গোল্ডেন ডোম ফর আমেরিকা’ স্টাফ ডিরেক্টর পদে দায়িত্ব পালন করবেন। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে ১৩ জুন তার পদোন্নতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প ৫৫ জন সামরিক কর্মকর্তাকে ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীতের অনুমোদন দিয়েছেন।
শরীফুল খান ১৯৯৭ সালে ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স একাডেমি থেকে পলিটিক্যাল সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি ওয়েবস্টার ইউনিভার্সিটি, ন্যাশনাল ডিফেন্স ইন্টেলিজেন্স কলেজ, স্কুল অব অ্যাডভান্সড এয়ার অ্যান্ড স্পেস স্টাডিজ, নেভাল ওয়ার কলেজ, এমআইটি ও জর্জটাউন বিশ্ববিদ্যালয়সহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন।
ইসরায়েলি আগ্রাসন বন্ধে এখনই পদক্ষেপ নেওয়ার সময়
হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর