ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আয়কর বিভাগের ২২৫ কর পরিদর্শককে বদলি

আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ১০:১২ পিএম

এবার একসঙ্গে আয়কর বিভাগের ২২৫ কর পরিদর্শককে বদলি করা হয়েছে।  

বুধবার (২৭ আগস্ট) কর প্রশাসন-২ দ্বিতীয় সচিব মো. আনিসুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জনস্বার্থে জারি এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এতে আরও বলা হয়েছে, আয়কর বিভাগের ২২৫ কর পরিদর্শককে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত (জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়) কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।

বদলি হওয়া কর্মকর্তাদের তালিকা দেখুন এখানে

এর আগে গত ১৮ আগস্ট একযোগে ১৩১ জন সহকারী কর কমিশনারকে বদলি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এরপর ১৯ আগস্ট ৪১ অতিরিক্ত কর কমিশনারকে বদলি করা হয়। আর ২০ আগস্ট ৫৩ অতিরিক্ত সহকারী কর কমিশনারকে বদলি করা হয়। এ ছাড়া ২০ আগস্ট পৃথক প্রজ্ঞাপনে ৬৩ কর পরিদর্শককে অতিরিক্ত সহকারী কর কমিশনার পদে পদায়ন দিয়ে বদলি করা হয়।

MMS
আরও পড়ুন