ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

খাদ্য নিরাপত্তা জোরদারে চীন ও ডব্লিউএফপি’র যৌথ উদ্যোগ

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৮:১৮ এএম

বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও উন্নয়ন সহায়তা কার্যক্রমে ত্রিপক্ষীয় সহযোগিতা আরও কার্যকর করতে একমত হয়েছে চীন ও জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)।

শুক্রবার  (২৯ আগস্ট) ঢাকায় চীনা দূতাবাসে আয়োজিত এক বৈঠকে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং ডব্লিউএফপির উপ নির্বাহী পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা কার্ল স্কাউ এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

চীনা দূতাবাসের সরকারি ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় জানানো হয়, বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশে খাদ্য নিরাপত্তা জোরদার এবং উন্নয়ন সহায়তা কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্যে ত্রিপক্ষীয় (বাংলাদেশ-চীন-WFP) সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন।

এই যৌথ উদ্যোগ বাংলাদেশে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

DR/AHA
আরও পড়ুন