দ্রুত গেজেট প্রকাশ ও নিয়োগ কার্যক্রম সম্পন্নের দাবি জানিয়েছেন ৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা বলেন, গেজেট প্রকাশে বিলম্ব হলে এটি বিসিএস ইতিহাসের সবচেয়ে দীর্ঘ নিয়োগ প্রক্রিয়ায় পরিণত হতে পারে।
লিখিত বক্তব্যে লাইভস্টক ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মো. মুজাহিদ ইসলাম বলেন, ২০২১ সালের ৩০ নভেম্বর শুরু হওয়া ৪৪তম বিসিএসে চূড়ান্তভাবে ১,৬৯০ জন সুপারিশপ্রাপ্ত হলেও রিপিট ক্যাডার জটিলতায় পুনঃফলাফলের ঘোষণা আসলেও এখনো তা চূড়ান্ত হয়নি। বিধি সংশোধনের অপেক্ষায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফাইল পাঠানোও সম্ভব হয়নি, ফলে সব কার্যক্রম স্থগিত রয়েছে।
সুপারিশপ্রাপ্তদের মূল দাবি
১. দ্রুত পুনঃফলাফল প্রকাশ অথবা বিদ্যমান ফলাফল মন্ত্রণালয়ে প্রেরণ
২. ফাইল ২-৩ দিনের মধ্যে জনপ্রশাসনে পাঠানো
৩. ডিসেম্বর ২০২৫-এর মধ্যে গেজেট প্রকাশ ও নিয়োগ সম্পন্ন করা
তারা আশাবাদ ব্যক্ত করেন, অন্তর্বর্তী সরকারের দিকনির্দেশনায় দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এতে একদিকে যেমন প্রার্থীদের হতাশা দূর হবে, অন্যদিকে প্রশাসনে নতুন কর্মশক্তির সংযোজন হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেরদৌস আলম, বোরহান উদ্দিন, মারিয়া জান্নাত, রাসেল মিয়া ও শাহীন আহমেদ।
বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন