শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশে আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হবে না, বরং আশ্রিতদের নিজ মাতৃভূমিতে ফেরত পাঠানোর ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ সরকার।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সিরডাপ মিলনায়তনে রোহিঙ্গা ইস্যুতে এক আলোচনায় এ কথা বলেন তিনি।
উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বলেন, অন্তবর্তী সরকার আশা করছে সামনের বছর রোহিঙ্গারা তাদের দেশে চলে যেতে পারবে। আন্তর্জাতিক সহায়তা ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়। তবে কূটনৈতিকভাবে চেষ্টা চালাচ্ছে সরকার।
উপদেষ্টা বলেন, রোহিঙ্গা ইস্যুতে দেশি ও বিদেশি পক্ষ, বিশেষ করে আরাকান ও মিয়ানমারের বিভিন্ন পক্ষকে নিয়ে গঠিত প্ল্যাটফর্মকে কার্যকরভাবে এগিয়ে নিতে জাতিসংঘ সাধারণ অধিবেশনের গুরুত্ব আরোপ করেন।
এছাড়াও আলোচকরা জাতিসংঘ সাধারণ অধিবেশনকে রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন, যেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবাসন নিশ্চিত করা সম্ভব হবে বলে তারা মনে করেন।
ভোটের পর নিজ কাজে ফেরার প্রত্যয় প্রধান উপদেষ্টার