নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, নভেম্বরের তৃতীয় সপ্তাহে প্রবাসীদের ভোট দেওয়ার অ্যাপ পোস্টাল ভোট বিডি উদ্বোধন করা হবে। প্রবাসীরা এতে নিবন্ধন করতে ১০ দিন সময় পাবেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনে বাংলাদেশ হাইকমিশন, লন্ডন ও লন্ডন প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আউট অব কান্ট্রি ভোটিং সংক্রান্ত মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন ইসি সানাউল্লাহ।
আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, দেশের বাইরে থেকে ভোট দেওয়ার জন্য আউট অব কান্ট্রি ভোটিং রেজিস্ট্রেশনের জন্য আমরা একটা অ্যাপ ডেভেলপ করছি। নভেম্বরে এই অ্যাপটা লঞ্চ হবে। নভেম্বরের সেকেন্ড বা থার্ড উইকে আমরা চেষ্টা করছি।
তিনি বলেন, ওই সময় আমরা আগে থেকে সার্কুলার দিয়ে জানিয়ে দেবো কোন অঞ্চল থেকে কবে রেজিস্টার করতে পারবেন ভোটাররা। সাধারণভাবে আমরা সাত থেকে ১০ দিন প্রত্যেক রিজিয়নকে দেবো। সবশেষে আমরা চেষ্টা করবো আরও তিন থেকে সাত দিন সময় রাখার।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্য নিয়ে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে ইসি। আর এবারই প্রথমবারের বড় পরিসরে প্রবাসীদের ভোটের আওতায় আনা হচ্ছে।
এ সময়ে ইসি সচিব আখতার আহমেদ, এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরসহ অন্য কর্মকর্তারা এবং অনলাইনে হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আসন্ন নির্বাচনে বিএনপি পেতে পারে ৪৫ শতাংশ ভোট, জামায়াত ৩৩: জরিপ
শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নয়, নির্বাচন নির্ভর করবে জনগণের ওপরও: স্বরাষ্ট্র উপদেষ্টা