পাহাড়ে সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপূজা অশান্ত করার পরিকল্পনা ভেস্তে গেছে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, পরিকল্পিত এই অপচেষ্টার পেছনে রয়েছে বিদেশি ইন্ধন, তবে প্রশাসনের সক্রিয় ভূমিকার কারণে তা সফল হয়নি।
বুধবার (১ অক্টোবর )সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘চয়নশীল নামে একজন নির্দোষ ব্যক্তিকে ঘিরে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছিল। উদ্দেশ্য ছিল ধর্মীয় উৎসবকে ঘিরে অস্থিরতা তৈরি করা। তদন্তে প্রমাণিত হয়েছে, তিনি কোনো অপরাধে জড়িত নন। এটি একটি উদ্দেশ্যমূলক গুজব ছিল।’
তিনি আরও বলেন, ‘এ ধরনের অপচেষ্টার পেছনে কিছু দুষ্কৃতিকারী ও উসকানিদাতাদের হাত রয়েছে, যারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়। তবে তারা ব্যর্থ হয়েছে। এবারের দুর্গাপূজা সারাদেশেই অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।’
তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পূজা কমিটি, ভক্ত ও স্থানীয় জনগণের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, আগামীকাল বিসর্জন অনুষ্ঠানও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।
ধর্মীয় সম্প্রীতির বিষয়টি তুলে ধরে উপদেষ্টা বলেন, ‘দুর্গাপূজা হোক কিংবা বৌদ্ধ সম্প্রদায়ের উৎসব- সব ধর্মীয় অনুষ্ঠান যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়, সেটি নিশ্চিত করতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ।’
এ সময় সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, সহকারী পুলিশ সুপার মো. ইব্রাহীম, সাবেক উপজেলা বিএনপি সভাপতি আব্দুল কুদ্দুস ধীরেনসহ বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তি উপস্থিত ছিলেন।
সাবেক শিল্পমন্ত্রীর ভাইরাল ছবিটি ভুয়া: স্বরাষ্ট্র সচিব
আ.লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই: আইন উপদেষ্টা