ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

যানজটে গাড়ি রেখে মোটরসাইকেলে উপদেষ্টা

আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ০৩:৩২ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোহাগপুরে গাড়িবহর নিয়ে দীর্ঘ সময় যানজটে আটকা থাকার পর অবশেষে মোটরসাইকেলে করে বিশ্বরোড পৌঁছেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
 
বুধবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সোহাগপুর থেকে মোটরসাইকেলে করে আশুগঞ্জ রেলস্টেশনে যান। পরে বেহাল সড়ক পরিদর্শনের জন্য বিশ্বরোডের দিকে রওনা হন তিনি।
 
 
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, সকাল সোয়া ১০টায় উপদেষ্টার গাড়িবহর আশুগঞ্জের হোটেল উজানভাটির সামনে থেকে সরাইল-বিশ্বরোড মোড়ের উদ্দেশ্যে রওনা হয়। কিছুদূর এগুনোর পরই উপদেষ্টার গাড়িবহরসহ জেলা প্রশাসক ও পুলিশ সুপার সোহাগপুর এলাকায় যানজটে আটকা পড়েন।
 
পরে দুপুর সাড়ে ১২টার দিকে উপদেষ্টা মোটরসাইকেলে করে আশুগঞ্জ রেলস্টেশনে যান। সেখান থেকে বিশ্বরোডের দিকে রওনা হন তিনি।
NJ
আরও পড়ুন