ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া নিয়ে নতুন সিদ্ধান্ত

আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০৭:০৮ পিএম

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া বাড়ানো বিষয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে। এক্ষেত্রে ৫০০ টাকা বাড়ানোর পরিপত্র বাতিল করে  দাবি অনুযায়ী শতাংশ হারেই বাড়িভাড়া দেওয়া হবে বলে জানা গেছে।

বুধবার (৮ অক্টোবর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের মধ্যে অনুষ্ঠিত হাইলি কনফিডেনশিয়াল সভায় বিষয়টি নিয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া শতাংশ হারে বৃদ্ধি করতে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। সেই প্রস্তাবের সর্বোচ্চটুকু যেন শিক্ষক-কর্মচারীরা পান শিক্ষা উপদেষ্টা সেই অনুরোধ করেছেন। শিক্ষকদের বেতন অনেক কম, তাদের বাড়িভাড়াও কম। তাদের বাড়িভাড়া বৃদ্ধি করা দরকার বলে শিক্ষা উপদেষ্টা মতামত দিয়েছেন।

এদিন শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া শতাংশ হারে বৃদ্ধি করতে সভায় বসেন শিক্ষা উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা। বুধবার বিকেল ৫টায় অর্থ উপদেষ্টার কক্ষে এ সভা শুরু হয়। সভায় অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং শিক্ষাসচিব রেহেনা পারভীন উপস্থিত ছিলেন।

এদিকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের ২০ শতাংশ করার দাবিতে আগামী ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।

FJ
আরও পড়ুন