ঢাকা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সাবেক নৌ প্রধান সরওয়ার জাহান নিজাম আর নেই

আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০২:৫৮ পিএম

বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ভাইস অ্যাডমিরাল (অব.) সরওয়ার জাহান নিজাম আর নেই। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৯টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন তার ভাই, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। সরওয়ার জাহান কয়েক বছর ধরে নানান শারীরিক জটিলতায় ভুগছিলেন।

১৯৫২ সালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সম্ভ্রান্ত নিজাম পরিবারে জন্মগ্রহণ করেন সরওয়ার জাহান নিজাম। পেশাগত জীবনে তিনি ছিলেন একজন দক্ষ ও সম্মানিত সামরিক কর্মকর্তা। তিনি ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর ১১তম প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। উল্লেখযোগ্যভাবে, তিনি নৌবাহিনীর ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি ভাইস অ্যাডমিরাল পদে উন্নীত হন।

সরওয়ার জাহানের মৃত্যুতে নৌবাহিনীসহ দেশের সামরিক-বেসামরিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে বিভিন্ন পর্যায়ে শোকবার্তা ও শ্রদ্ধা জানানো হয়েছে। রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফনের প্রস্তুতি চলছে, তবে জানাজা ও দাফসস্থান সংক্রান্ত বিস্তারিত এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

NB
আরও পড়ুন