ঢাকা
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সেফ এক্সিট নয়, দায়িত্ব বুঝিয়ে ঘরে ফিরবো: ধর্ম উপদেষ্টা

আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ০৫:৪৮ পিএম

কোনো ‘সেফ এক্সিট’ নয়; বরং দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমি আমার ঘরে থাকব বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন,  ‘দায়িত্ব বুঝিয়ে না দিয়ে আমি বিদেশে পালিয়ে যাব না। আমরা একটি নির্বাচন দিয়ে দায়িত্ব হস্তান্তর করতে চাই।’

শনিবার (১১ অক্টোবর) দুপুরে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমিতে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের আয়োজিত সম্প্রীতি সমাবেশে এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, ‘যিনি এক সময় আমাদের সহকর্মী ছিলেন, তিনি কী বোঝাতে চেয়েছেন, সেটা স্পষ্ট নয়। তিনি কাকে উদ্দেশ্য করে বলেছেন তা যদি স্পষ্ট করেন, ভালো হয়।

ধর্ম উপদেষ্টা বলেন, সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর। প্রধান উপদেষ্টা ও প্রেস সচিব নিয়মিতভাবে নির্বাচন সম্পর্কিত তথ্য সরবরাহ করে আসছেন। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা থাকলে নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমন্বয়ে বিষয়গুলো মনিটর করবে।

দেশের ধর্মীয় সম্প্রীতি ও বিভ্রান্তি নিয়ে তিনি বলেন, বাংলাদেশ একটি সেক্যুলার রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্র নয়। সংবিধানও সেক্যুলার। তাই আমি সকল ধর্মীয় স্থানে যাবো। আমি একক কোনো ধর্মের উপদেষ্টা নই। কিছু মানুষ এ নিয়ে অপপ্রচার চালাচ্ছে, এদের কথায় কান দেবেন না।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব ছাদেক আহমদ, রাঙামাটির জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের সভাপতি মাওলানা হাজী শরিয়ত উল্লাহসহ বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের প্রতিনিধিরা।

DR/FJ