ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শাহজালাল বিমানবন্দরে আগুন, বিকল্প রুটে ঢাকাগামী বিমান

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৪:৫৩ পিএম

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে না আসায় নিরাপত্তাজনিত কারণে ঢাকাগামী বেশ কয়েকটি ফ্লাইট বিকল্প রুটে পাঠানো হয়েছে। এর মধ্যে একাধিক ফ্লাইট চট্টগ্রাম ও কলকাতায় অবতরণ করেছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের ওডি–১৬৩ ফ্লাইট এবং মুম্বাইগামী ইন্ডিগোর ৬ই–১১১৬ ফ্লাইট বর্তমানে ট্যাক্সিওয়েতে অপেক্ষমাণ রয়েছে। ব্যাংকক থেকে ঢাকাগামী ইউএস–বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটি অবতরণ করেছে চট্টগ্রামে, দিল্লি থেকে আসা ইন্ডিগোর ফ্লাইট নেমেছে কলকাতায়। এয়ার এরাবিয়ার শারজাহ থেকে আসা ফ্লাইটও অবতরণ করেছে চট্টগ্রামে।

অন্যদিকে, হংকং থেকে ঢাকাগামী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইট আকাশে চক্কর দিচ্ছে। আগুন নিয়ন্ত্রণ ও পরিস্থিতির অগ্রগতি দেখে এর পরবর্তী উড্ডয়ন ও অবতরণের সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৈয়দপুর থেকে ঢাকাগামী ফ্লাইটটি ঢাকায় অবতরণ না করে চট্টগ্রামে অবতরণ করেছে। ইউএস–বাংলা এয়ারলাইন্সের চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ফ্লাইট উড্ডয়নের পর পুনরায় ফিরে গেছে চট্টগ্রামে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ফ্লাইটগুলো বিকল্প রুটে পাঠানো হচ্ছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পরই স্বাভাবিক ফ্লাইট চলাচল পুনরায় শুরু হবে।

বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, আগুন লাগার স্থান কার্গো ভিলেজ এলাকায় হলেও যাত্রী টার্মিনালে এর সরাসরি প্রভাব পড়েনি। তবুও নিরাপত্তার স্বার্থে বিমান ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং বিমানবন্দরের কার্যক্রম সচল রাখতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ফায়ার সার্ভিস ও বিমানবন্দরের নিজস্ব ইউনিটসহ একাধিক সংস্থা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানার জন্য তদন্ত চলছে।

DR/FJ
আরও পড়ুন