ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঢাকার ৮টি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৬:২৭ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে এখন পর্যন্ত আটটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বিকল্প রুটে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেছে।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় বিমানবন্দর কর্তৃপক্ষ এক বার্তায় বিষয়টি নিশ্চিত করে। এতে বলা হয়, ঢাকা থেকে আরও চারটি আন্তর্জাতিক ফ্লাইট ডাইভার্ট হয়ে চট্টগ্রাম বিমানবন্দরে যাচ্ছে। এর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট রয়েছে।

আগুনের ঘটনায় ঢাকাগামী বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বিকল্প রুটে পাঠানো হয়েছে। এর মধ্যে ব্যাংকক থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট অবতরণ করেছে চট্টগ্রামে, দিল্লি থেকে আসা ইন্ডিগোর ফ্লাইট নেমেছে কলকাতায়, শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইটও চট্টগ্রামে নেমেছে। হংকং থেকে আসা ক্যাথে প্যাসিফিকের একটি ফ্লাইট আকাশে চক্কর দিচ্ছে আগুনের পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ছাড়া ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের ওডি-১৬৩ ফ্লাইট ও মুম্বাইগামী ইন্ডিগোর ৬ই-১১১৬ ফ্লাইট ট্যাক্সিওয়েতে অপেক্ষা করছে। সৈয়দপুর থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ও চট্টগ্রাম থেকে ঢাকাগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিকল্প রুটে ফিরে গেছে চট্টগ্রামে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পরই ফ্লাইট চলাচল পুনরায় শুরু হবে।

এক কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ড মূলত কার্গো ভিলেজ এলাকায় ঘটেছে, যাত্রী টার্মিনালে এর সরাসরি প্রভাব নেই। তবে নিরাপত্তার স্বার্থে ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে এবং কার্যক্রম সচল রাখতে বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে কার্গো ভিলেজ এলাকায় আগুন লাগে। বর্তমানে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, বিমানবাহিনী ও অন্যান্য বাহিনী আগুন নিয়ন্ত্রণে একযোগে কাজ করছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।

DR/FJ
আরও পড়ুন