ঢাকা
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভূমিকম্প ঝুঁকি

দেশের সব তেল-গ্যাস কূপে ৪৮ ঘণ্টা খনন বন্ধের নির্দেশ

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০৯:২০ পিএম

ভূমিকম্পজনিত ঝুঁকি বিবেচনায় দেশের সব তেল ও গ্যাসকূপে ৪৮ ঘণ্টার জন্য খনন কাজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। তবে এ সময়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে।

রোববার (২৩ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ নির্দেশনা জারি করেন। জ্বালানি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন পেট্রোবাংলার জনসংযোগ বিভাগের ডিজিএম তরিকুল ইসলাম।

তিনি জানান, ‘দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত গ্যাসক্ষেত্রগুলোর কূপে ২৫ নভেম্বর (মঙ্গলবার) পর্যন্ত সব ধরনের খনন কাজ ও সিসমিক সার্ভে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।’

বর্তমানে বাংলাদেশে ২৯টি গ্যাসক্ষেত্র রয়েছে। এর মধ্যে তিনটি গ্যাসক্ষেত্রে চলমান খনন কাজ তাৎক্ষণিকভাবে স্থগিত করেছে রাষ্ট্রীয় অনুসন্ধানকারী প্রতিষ্ঠান বাপেক্স। ভূমিকম্পের পর সতর্কতা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান সংশ্লিষ্টরা।

যেসব গ্যাসকূপের খনন কাজ বন্ধের কথা জানা গেছে সেগুলো হলো- কুমিল্লার মুরাদনগর উপজেলায় অবস্থিত শ্রীকাইল গ্যাসফিল্ড, হবিগঞ্জ গ্যাসফিল্ড ও সিলেট গ্যাসফিল্ডের আওতাধীন কৈলাশটিলা গ্যাসকূপ।

পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করে পুনরায় খনন কাজ শুরু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জ্বালানি বিভাগ জানিয়েছে।

DR/FJ
আরও পড়ুন