ঢাকা
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত: ইসি সচিব

আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ০৪:১৪ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের পরেও আগামী ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর বিচারিক বা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বহাল থাকবে। তবে নির্বাচনের দিন সেনাবাহিনী সরাসরি ভোটকেন্দ্রে অবস্থান করবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে চূড়ান্ত প্রস্তুতিমূলক বৈঠক শেষে এসব তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আখতার আহমেদ।

বৈঠক শেষে ইসি সচিব সাংবাদিকদের জানান, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষার কৌশল নির্ধারণে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে এবং তারা তা প্রয়োগ করবেন। তবে নির্বাচনের সময় তারা ভোটকেন্দ্রে থাকবে কি না, তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে।’

নির্বাচনে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়ে সচিব বলেন, ‘কেন্দ্রভিত্তিক নিরাপত্তাকর্মী, ভ্রাম্যমাণ (মোবাইল) ইউনিট এবং স্ট্রাইকিং ফোর্স মাঠে থাকবে। মোবাইল ইউনিটগুলো ভৌগোলিক অবস্থান বিবেচনায় একাধিক কেন্দ্র নজরদারি করবে। এ ছাড়া যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ‘প্ল্যান-বি’ বা বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।’

নির্বাচন চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষতা বজায় রাখতে কঠোর নির্দেশনা দিয়েছে কমিশন। ইসি সচিব বলেন, ‘রাজনৈতিক নেতাদের কাছ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাতে কোনো ধরনের খাদ্য বা আতিথেয়তা গ্রহণ না করেন, সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।’ এছাড়া অবৈধ অস্ত্র উদ্ধার, বৈধ অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা এবং সারা দেশ থেকে নির্বাচনী ব্যানার-পোস্টাল অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আসন্ন নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। ইসি সচিব জানান, ‘২৭ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত ৫১ হাজার ৫৩৩ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। বিশ্বের সকল দেশের প্রবাসীদের জন্য এই নিবন্ধন প্রক্রিয়া আগামী ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত উন্মুক্ত থাকবে। বিদেশ থেকে আসা পোস্টাল ব্যালটের নিরাপত্তায় বিমানবন্দর ও তেজগাঁও ডাক বাছাই কেন্দ্রে দ্বিগুণ নিরাপত্তা নিশ্চিত করা হবে।’

নির্বাচন কেন্দ্রিক অপতথ্য রোধে একটি ‘সাইবার নিরাপত্তা সেল’ গঠনের কথা জানান আখতার আহমেদ। তিনি বলেন, ‘ইউএনডিপি, তথ্য মন্ত্রণালয় এবং সিআইডির সমন্বয়ে গঠিত এই সেল সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যম পর্যবেক্ষণ করবে। এছাড়া নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণে ইসির একটি নিজস্ব মনিটরিং সেল কাজ করবে।’

নির্বাচন কমিশনের নিজস্ব কোনো বাহিনী না থাকায় সুষ্ঠু নির্বাচনের জন্য পুলিশ, র‍্যাব, আনসার, বিজিবি ও সেনাসদস্যদের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন ইসি সচিব। তিনি জানান, বাহিনীগুলো প্রথম দিন থেকেই কঠোরভাবে মাঠে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।

DR/FJ
আরও পড়ুন